Site icon Jamuna Television

সন্ত্রাস, জঙ্গিমুক্ত দেশ গড়তে নৌকার বিকল্প নেই: আতিকুল ইসলাম

উন্নয়নের ধারা অব্যহত রেখে সন্ত্রাস, জঙ্গিমুক্ত দেশ গড়তে নৌকার বিকল্প নেই বলে জানিয়েছেন ঢাকা উত্তরে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। দুপুরে, উত্তরায় নির্বাচনী প্রচারণার প্রথম দিনে তিনি একথা বলেন।

এসময়, উন্নয়নের ধারা অব্যহত রেখে গতিময় ঢাকা গড়ে তুলতে নগরবাসীর প্রতি আহ্বান জানান আতিকুল ইসলাম। তিনি বলেন, দায়িত্বে থাকা অবস্থায় তিনি কোন বিশ্রাম নেননি। আগামীতেও নগরের উন্নয়নে বিরামহীন কাজ করার প্রতিশ্রুতি দেন আতিকুল ইসলাম।

Exit mobile version