Site icon Jamuna Television

অযোগ্য ঢাকাকে বাসযোগ্য করে গড়ে তোলাই প্রধান লক্ষ্য: তাবিথ

অযোগ্য ঢাকাকে বাসযোগ্য করে গড়ে তোলাই প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন ঢাকা উত্তরে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। দুপুরে উত্তরায় আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিনে তিনি একথা বলেন।

এসময়, নির্বাচনে তার বিজয়ে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না উল্লেখ করে তাবিথ আউয়াল বলেন, ভোটের মধ্য দিয়ে গণতন্ত্রকে ফিরিয়ে আনা হবে। তার প্রচারণায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সিটি নির্বাচনে বিএনপির জয় নিশ্চিত। এর মধ্য দিয়ে চেয়ারপারসনকে মুক্ত করা হবে।

Exit mobile version