Site icon Jamuna Television

ক্ষুদ্র নৃগোষ্ঠী সংক্রান্ত প্রতিবেদনের জন্য সন্মাননা পেলেন যমুনা টিভির সাংবাদিক

ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও সাংস্কৃতিক বিকাশে বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলেন যমুনা টেলিভিশন, নওগাঁর স্টাফ করেসপনডেন্ট শফিক ছোটন।

শুক্রবার পত্নীতলা উপজেলায় এক বর্ণাঢ্য আয়োজনে তাকে সম্মাননা দেয়া হয়। আয়োজন করে শ্যামবাতি সহরায় উৎসব উদযাপন কমিটি। আয়োজকরা জানান, বিভিন্ন সময় সমতলে বসবাসকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নিয়ে বিস্তারিত প্রতিবেদন করেছেন শফিক ছোটন। যা তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কাজের স্বীকৃতি পেয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ছোটন। বলেন, পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে ক্ষুদ্র নৃগোষ্ঠী নিয়ে রিপোর্ট করা। যমুনা টেলিভিশন সবসময়ই সংবাদ প্রচারের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলেও মন্তব্য করেন তিনি।

আয়োজনে স্থানীয় সংসদ সদস্য শহিদুজ্জামান সরকারসহ আদিবাসী গবেষক ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Exit mobile version