Site icon Jamuna Television

শ্বশুর বাড়ির ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু

রাজধানীর আদাবরের মনসুর আবাদ এলাকায় শ্বশুর বাড়ির ছয়তলা থেকে ফেলে আব্দুল্লাহ আল মুহিত নামে এক যুবককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের। তবে শ্বশুর বাড়ির লোকজন বলছেন, পড়ে যেয়ে মৃত্যু কিংবা আত্মহত্যাও করে থাকতে পারেন মুহিত।

শুক্রবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের ভাইয়ের দাবি- মুহিতের সাথে তার শ্বশুর বাড়ির লোকজনের সম্পর্ক ভালো যাচ্ছিল না। বিরোধের জেরেই মুহিতকে পরিকল্পিতভাবে হত্যা করা করা হয়েছে।

তবে নিহতের শ্বশুর জানান, বেকারত্বসহ নানা কারণে মুহিত দীর্ঘদিন হতাশাগ্রস্ত ছিল। এ কারণেই আত্মহত্যা করেছে। পুলিশও প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করছে।

ময়নাতদন্তে বিস্তারিত জানা যাবে বলে আশাবাদী পুলিশ। রাতেই মুহিতের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

Exit mobile version