Site icon Jamuna Television

বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনের কার্যক্রম চলছে

বিশ্ব ইজতেমার ৫৫তম আসরের প্রথম পর্বের দ্বিতীয় দিনের কার্যক্রম চলছে। কাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্বের আনুষ্ঠানিকতা।

টঙ্গীর তুরাগ তীরে জড়ো হয়েছেন লাখ লাখ মুসল্লি। এবার আগত মুসল্লির সংখ্যা অন্যবারের তুলনায় বেশি। ইজতেমা মাঠে স্থান সংকটে অনেকেই সড়কের দুই ধারে খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছেন। আছে খাবার, পানি এবং টয়লেটের সংকট। শীতের দাপট ভোগান্তি বাড়িয়েছে আরও। তবে আল্লাহ’র সন্তুষ্টি লাভ আর দাওয়াতি কার্যক্রম ছড়িয়ে দিতে এসব কষ্ট মেনে নিয়েছেন মুসল্লিরা। আগামীতে যেন এসব ভোগান্তির শিকার হতে না হয় সেদিকে খেয়াল রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

Exit mobile version