Site icon Jamuna Television

পাকিস্তানে মসজিদে বোমা হামলা, নিহত ১৫

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় প্রাণ গেছে কমপক্ষে ১৫ জনের। শুক্রবার মাগরিবের নামাজের পর চালানো হামলায় আরও ২০ জন আহত হয়। বেলুচিস্তান প্রদেশের কোয়েটায় হয় এ হামলা।

পুলিশ জানায়, আগে থেকেই মসজিদের ভেতর রাখা ছিল বোমাটি। নিহতদের মধ্যে একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা রয়েছেন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা জানিয়েছেন চিকিৎসকরা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে জঙ্গি সংগঠন আইএস এর ওয়েবসাইট সাইট ইন্টিলিজেন্স। কোয়েটায় জঙ্গি বিরোধী অভিযান শুরু করেছে আধা সামরিক বাহিনী। চলতি সপ্তাহে কোয়েটায় এ নিয়ে দ্বিতীয় হামলার ঘটনা এটি।

Exit mobile version