Site icon Jamuna Television

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

ইরানের প্রভাবশালী জেনারেল কাসেম সোলাইমানি হত্যাকে কেন্দ্র করে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের টানাপড়েন চলছে। এর মধ্যে ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা জারি করলো ট্রাম্প প্রশাসন।

শুক্রবার নিষেধাজ্ঞা আরোপের নির্বাহী আদেশের অনুলিপি হোয়াইট হাউজ প্রকাশ করেছে। এ খবর দিয়েছে সিএনএন।

ইরাকে মার্কিন সেনার ওপর তেহরানের হামলার ফলস্বরূপ এ নিষেধজ্ঞা জারি করা করা হয়েছে বলে শুক্রবার মার্কিন অর্থমন্ত্রী মিউচিন ও পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যৌথ সংবাদ সম্মেলনে জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন নিষেধাজ্ঞায় ইরানের শিল্পখাত ছাড়াও দেশটির বস্ত্র, খনি, নির্মাণ, ইস্পাত ও লোহা শিল্পের খাতগুলো নিষেধাজ্ঞার আওতায় পড়বে।

ইরাকে মার্কিন ঘাঁটিতে গত সপ্তাহে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে ইরানকে সন্ত্রাসীদের মদদদাতা হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। এর পর থেকেই ইরানকে নতুন করে নিষেধাজ্ঞা দেয়ার বিষয়ে আভাস দিয়ে আসছিল ট্রাম্প প্রশাসন। শুক্রবার আনুষ্ঠানিক ঘোষণা দিল।

Exit mobile version