Site icon Jamuna Television

ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতেই ইউক্রেনের বিমান বিধ্বস্ত

তেহরান বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর ইউক্রেনের বিমানটি ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতেই বিধ্বস্ত হয়। এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। এদিকে, পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ এক টুইট বার্তায় বলেন, মার্কিন নেতৃত্বাধীন সংকটের কারণে মানবিক ভুলে এই বিপর্যয় ঘটেছে।

তিনি বলেন, এটি একটি বেদনাদায়ক দিন। সশস্ত্র বাহিনীর অভ্যন্তরীণ তদন্তে এই সিদ্ধান্তে পৌঁছানো গেছে যে মানবিক ভুলেই এই বিপর্যয় ঘটেছে। আমাদের জনগণ, ভুক্তভোগীদের পরিবার ও আক্রান্ত দেশগুলোর প্রতি আমাদের গভীর সমবেদনা, দুঃখ ও শোক প্রকাশ করছি।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, এ দুর্ঘটনায় দায়ী সব পক্ষকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হবে।

এর আগে, ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমান বিধ্বস্ত হওয়ার কথা অস্বীকার করেছিলো দেশটি।

প্রসঙ্গত, ইউক্রেনের আন্তর্জাতিক এয়ারলাইনসের পিএস৭৫২ ফ্লাইটটি হামলার শিকার হয়। এতে বিমানটিতে থাকা ১৭৬ যাত্রীর সবাই নিহত হয়। বিমানটিতে ৮২ ইরানি, ৬৩ কানাডীয়, ১১ ইউক্রেনের, ১০ সুইডিস, চার আফগান, তিন জার্মানির ও তিন ব্রিটিশ নাগরিক ছিলেন।

Exit mobile version