Site icon Jamuna Television

ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের সমালোচনায় খায়রুল হক

সংসদ ও গণতন্ত্র নিয়ে বিচার বিভাগের কথা বলার এখতিয়ার নেই বলে মন্তব্য করেছেন সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান এ বি এম খায়রুল হক। রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘জাতীয় শোক দিবস, ষোড়শ সংশোধনী বাতিলের রায় ও জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের রাজনীতি’ শিরোনামে আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

সংসদ ও সরকারের প্রতি বিরাগ থেকে ষোড়শ সংশোধনী বাতিলের রায় দেয়া হয়ে থাকলে, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা’র শপথ থাকে কিনা, সে প্রশ্ন তুলেছেন খায়রুল হক। তার ভাষায়, ‘‘পার্লামেন্ট ইজ ইমম্যাচিওর’, ‘ডেমোক্রেসি ইজ ইমম্যাচিওর’, ‘পার্লামেন্ট আমাদের ডাইরেকশন শোনেনি’, এই কথাগুলো যদি অনুরাগ-বিরাগের মধ্যে চলে আসে তাহলে সেই জজ সাহেবের পজিশনটাই বা কী হবে? তিনি ওথ বাউন্ড থাকছেন কি না, সেটাও আপনারা বিচার- বিবেচনা করে দেখুন। আমি পয়েন্ট আউট করে দিলাম। ওথ ভঙ্গ হলে কি হতে পারে? আপনারা জানেন কী হতে পারে।”

সম্প্রতি সংবাদ সম্মেলনেও ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে প্রশ্ন তোলেন আইন কমিশনের চেয়ারম্যান। রায়ে রাজনীতি, সংসদসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন খায়রুল হক।

যমুনা অনলাইন- এফআর

Exit mobile version