Site icon Jamuna Television

আফগানিস্তানে মার্কিন বহরে তালেবানের হামলায় ২ সেনা নিহত

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহারপ্রদেশে মার্কিন সামরিক বহরের ওপর তালেবানদের হামলায় দুই মার্কিন সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

কান্দাহারপ্রদেশের দান্দ এলাকায় শনিবার রাস্তার পাশে পেতে রাখা বোমা দিয়ে মার্কিন সামরিক বাহিনীর ওপর হামলা করে তালেবানরা। খবর এপি ও আলজাজিরার।

মার্কিন সেনাবাহিনীর এক বিবৃতিতে এ কথা জানানো হয়। আফগানিস্তানে মোতায়েন ন্যাটো সামরিক জোটের একজন মুখপাত্রও এ তথ্য নিশ্চিত করেছেন।

তালেবানদের দাবি, তাদের যোদ্ধারা মার্কিন বাহিনীর ওপর বড় ধরনের হামলা চালিয়েছে। এতে বহরের সব সেনা নিহত হয়েছে বলেও দাবি করেছে তালেবানরা।

তালেবানের মুখপাত্র কারি ইউসুফ আহমাদি এ হামলার দায়িত্ব স্বীকার করেছেন।তিনি বলেন, গাড়িতে থাকা আমেরিকার সব সোনা বোমা বিস্ফোরণে নিহত হয়েছে।

হেরাতপ্রদেশে সম্প্রতি মার্কিন বিমান হামলায় মোল্লা নাঙ্গালাই নামে এক তালেবান কমান্ডার নিহত হন।

ওই হামলায় ৬০ জনেরও বেশি বেসামরিক নাগরিকও মারা গেছে। ধারণা করা হচ্ছে, এর প্রতিশোধ নিতেই তালেবানরা কান্দাহারপ্রদেশে এ হামলা চালায়।

মার্কিন-তালেবান শান্তি আলোচনা যখন নতুন করে শুরু করার কথা চলছে, তখন এ ধরনের হামলা আবারও এ আলোচনায় কালো মেঘের ছায়া পড়ল।

এ পর্যন্ত তালেবানদের হামলায় কমপক্ষে দুই হাজার ৪০০ মার্কিন সেনা নিহত হয়েছেন।

Exit mobile version