Site icon Jamuna Television

‘সিটি নির্বাচনের প্রচারণায় এমপি-মন্ত্রীদের কাজ করার প্রয়োজন নেই’

সিটি নির্বাচনের প্রচারণায় এমপি-মন্ত্রীদের কাজ করার প্রয়োজন নেই। আওয়ামী লীগের ক্লিন ইমেজের প্রার্থীই জেতার জন্য যথেষ্ট এমন দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে নতুন কমিটির প্রথম সম্পাদকমন্ডলীর বৈঠক করে আওয়ামী লীগ।

পরে দলের সাধারণ সম্পাদক বলেন, সিটি নির্বাচনে আওয়ামী লীগের মন্ত্রী, এমপিরা যাতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না করে সে বিষয়ে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সিটি নির্বাচনের দুই সমন্বয়ক তোফায়েল আহমেদ এবং আমির হোসেন আমুও কর্মকাণ্ডের মাধ্যমে আচরণবিধি লঙ্ঘন করবেন না বলেও জানান তিনি।

৬ মার্চের মাঝেই দেশের মেয়াদ উর্ত্তীর্ণ কমিটিগুলোর সম্মেলন সম্পন্ন করার চেষ্টা করা হবে বলে সিদ্ধান্ত নেয়া হয় দলের সম্পাদকমন্ডলীর বৈঠকে।

Exit mobile version