Site icon Jamuna Television

মিয়ানমার ও ভারত থেকে মাদক ঢুকছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মিয়ানমার ও ভারত থেকে মাদক ঢুকছে। এসব চালান বন্ধে সরকারকে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সফটওয়্যার ও টিভিসি উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, মাদকের চাহিদা কমাতে মাদকের কুফল সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে। মাদক নিয়ন্ত্রণে সরকার কঠিন অবস্থানে আছে বলেও জানান তিনি।

অভিযানের বিষয়ে কোন ছাড় হবে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনেক মাদক সম্রাট এখন কারাগারে।

Exit mobile version