Site icon Jamuna Television

‘ইভিএম ব্যবহারের উদ্দেশ্যই হলো ভোট চুরি’

ইভিএম ব্যবহারের উদ্দেশ্যই হলো ভোট চুরি। সিটি নির্বাচনেও সেই নীল নকশা আঁকছে সরকার। এমন দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।

রোববার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন।

রিজভী বলেন, ভোটা জালিয়াতি করতে দূর থেকেই ইভিএমকে ম্যানিপুলেট করা যায়। অতিরিক্ত ইভিএম প্রস্তুত রাখার মূল উদ্দেশ্য ভোটের আগেই ভোটের ফলাফল প্রস্তুত করা।

তিনি অভিযোগ করেন সরকারের মদদে খালেদা জিয়ার গুরুতর অসুস্থতা গোপন করা হচ্ছে। সরকারের অত্যাচারে বিরোধী দলের নিশ্চিন্তে বেঁচে থাকার সুযোগ নেই।

রিজভী বলেন, প্রধানমন্ত্রী একদিকে গণতন্ত্রের কথা বলেন অন্যদিকে আইন-আদালত-প্রশাসন সহ সব গণতান্ত্রিক প্রতিষ্ঠাগুলোকে করায়ত্ত করে ফেলেছেন।

Exit mobile version