Site icon Jamuna Television

খালেদা জিয়ার অসুখকে বার বার প্রচার করে তাকে ছোট করছে বিএনপি

ড. হাছান মাহমুদ। ফাইল ছবি।

খালেদা জিয়ার পুরোনো অসুখকে বিএনপি নেতারা বেশি করে বার বার প্রচার করার মাধ্যমে, দেশবাসীর কাছে খালেদা জিয়াকেই ছোট করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদ।

আজ রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে “দৈনিক স্বদেশ প্রতিদিন” সংবাদপত্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বিএনপি মহাসচিবকে প্রশ্ন করেন, মুজিব শতজন্মবর্ষে কারাগার থেকে মুক্তি হয়ে খালেদা জিয়া কি অবদান রাখবেন?

Exit mobile version