Site icon Jamuna Television

আটঘরিয়ায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে আটক ১

পাবনা প্রতিনিধি:

পাবনার আটঘরিয়ায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে আব্দুল করিম (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া করিম উপজেলার গোকুলনগর গ্রামের মনজিল হোসেনের ছেলে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, শনিবার (১১ জানুয়ারি) দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে গোকুলনগর গ্রামের ওই প্রতিবন্ধী কিশোরী (১৫) কে ধর্ষণ করে করিম ও তার সহযোগী বেলাল।

এ বিষয়ে এলাকায় শালিস বৈঠকে বিচার না পেয়ে আজ রোববার সকালে আটঘরিয়া থানায় কিশোরীর মা বাদি হয়ে দুইজনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলার পর অভিযান চালিয়ে অভিযুক্ত করিমকে গ্রেপ্তার করে পুলিশ। তার সহযোগীকে গ্রেপ্তারের অভিযান চলছে।

ধর্ষণের শিকার কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

Exit mobile version