Site icon Jamuna Television

বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

বরিশাল ব্যুরো

বরিশালের হিজলা উপজেলায় তরুণীকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ বছরের দণ্ড দেয়া হয়েছে।

আজ রোববার বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডিত মো. সাইফুল ঊপজেলার ছোট লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা। এদিকে, অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি মান্নান ব্যাপারীকে খালাস দিয়েছেন আদালত।

বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি ফজলুর হক ফয়েজ জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে ২০১০ সালের ২৩ এপ্রিল একই এলাকার তরুণীকে ধর্ষণ করে সাইফুল। সে ধর্ষণের এই ঘটনা ঘটায় নিকট আত্মীয় মান্নান ব্যাপারির বাড়িতে। তবে পরবর্তীতে তরুণীকে বিয়ে করতে অস্বীকৃতি জানায় সাইফুল। এঘটনায় একই বছরের ১৯ মে ২ জনকে আসামি করে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন তরুণীর মা। ১০ জনের মধ্যে ৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এক আসামিকে যাবজ্জীবন এবং অপর আসামিকে খালাস দিয়েছে বিচারক।

Exit mobile version