Site icon Jamuna Television

ওমানের সুলতানের মৃত্যুতে আজ একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদ মৃত্যুতে আজ সোমবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা দিয়েছে বাংলাদেশ। রবিবার মন্ত্রীপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যেমে এই শোক ঘোষণা করা হয়।

আজ সোমবার সব সরকারি-আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, দফতর, অধিদফতর, পরিদফতর, শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে এবং বিদেশস্থ বাংলাদেশ মিশন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

সুলতান কাবুস বিন সাইদ আল সাইদের রুহের মাগফেরাত কামনা করে দেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।

এরআগে শুক্রবার সন্ধ্যায় ৭৯ বছর বয়সে সুলতানের মৃত্যু হয়। তার মৃত্যুতে দেশটিতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

সম্প্রতি জার্মানি ও বেলজিয়ামে চিকিৎসা শেষে রাজধানী মাস্কটে ফেরেন সুলতান কাবুস বিন সাইদ। অসুস্থতার বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া না হলেও ধারণা করা হয়ে থাকে তিনি কোলন ক্যান্সারে ভুগছিলেন।

Exit mobile version