Site icon Jamuna Television

সামাজিক যোগাযোগ মাধ্যমের দায়িত্বহীন ব্যবহারে ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে

সামাজিক যোগাযোগ মাধ্যমের দায়িত্বহীন ব্যবহারে মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে। বিবিসি রেডিও ফোর’-এ ব্রিটিশ রাজপুত্র হ্যারিকে দেয়া বিরল সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

ওবামা বলেন, এমন একটা সময় আসবে যখন মিথ্যা বলে কিছু থাকবে না, যখন মানুষ এমন জিনিস পড়বে বা শুনবে যা তার নিজের মতকেই পোক্ত করে। বর্তমান প্রেসিডেন্ট ট্রাস্পের নাম উল্লেখ না করে ওবামা বলেন- ক্ষমতায় থাকা ব্যক্তিদের সতর্কতার সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দেয়া উচিৎ। গত জানুয়ারিতে ক্ষমতা ছাড়ার পর এই প্রথম এমন কোনো সাক্ষাৎকারে অংশ নিলেন তিনি।

যমুনা অনলাইন/এইচকেএফ

Exit mobile version