Site icon Jamuna Television

বরিশালের মেঘনা নদীতে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বরিশালের মেঘনা নদীতে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো মা-ছেলের। আহত হয়েছেন আরও ১০ জন।

রাত পৌনে ১টার দিকে সীমান্তবর্তী মাঝের চরে, ঢাকাগামী কীর্তনখোলা-১০ ও পিরোজপুরের হুলারহাটগামী ফারহান-৯ লঞ্চের মধ্যে সংঘর্ষ হয়। এতে কীর্তনখোলা লঞ্চের বেশ খানিকটা অংশে দুমড়ে মুচড়ে যায়।

এসময় লঞ্চের নিচতলার ডেকে ঘটনাস্থলেই মাহমুদা বেগম ও ছেলে মমিন খানের মৃত্যু হয়। নিহতরা বাকেরগঞ্জের বাসিন্দা। আহত হয়েছেন অন্তত ১০ জন। তাদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে ভর্তি করা হয়েছে চাঁদপুর হাসপাতালে।

প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে দিক হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। তবে দুর্ঘটনার প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত কমিটি গঠন করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

Exit mobile version