Site icon Jamuna Television

ছবি কী বলে?

কাঁটাবন-নীলক্ষেত রোড। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকা। রোড ডিভাইডারের লাগানো হয়েছে গাছ। সে তো ভালো কথা। কিন্তু গাছের গোড়ায় সার-মাটির বদলে রাস্তা খোঁড়ার উচ্ছিষ্ট পিচ-পাথর দিয়ে দেয়া হয়েছে। তার উপরে বালি-মাটি দিয়ে ঢেকে দিচ্ছে। পথচারীরা বলছেন, এতে গাছতো বাড়বেও না, বাঁচবেও না। তাছাড়া, ঝড়ো বাতাসে গাছ পড়ে গিয়ে ক্ষয়ক্ষতির কারণ হতে পারে। তার আগে কি টনক নড়বে কর্তৃপক্ষের?

ছবি তুলেছেন তানভীর মোর্শেদ।

Exit mobile version