Site icon Jamuna Television

পলাতক সাজাপ্রাপ্ত জেএমবি সদস্য পটুয়াখালী থেকে গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধিঃ
২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যপী সিরিজ বোমা হামলার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বেল্লাল ওরফে রুবেলকে পটুয়াখালীর আলীপুর থেকে জেলা পুলিশের সহায়তায় গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট।

গ্রেফতারকৃত আসামি বেল্লাল নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)র সদস্য। বেল্লাল খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানার চংড়াছড়ি বৈদ্যটিলা এলাকার নুরুল আলম মোয়াজ্জেম এর ছেলে। আজ বেলা সাড়ে ১১টায় পটুয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেসব্রিফিংয়ে পটুয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান জানান, ঘটনার পর বেল্লাল আত্মগোপনে চলে যায়। এরপর ২০১৯ সালের অক্টোবর মাসে রুবেল নাম ব্যবহার করে পটুয়াখালীর মহিপুর থানার কুয়াকাটায় রাজ মিস্ত্রির কাজ নেয়। এরপর বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট এন্ট্রি টেরোরিজম ইউনিট এর সদস্যরা তাকে দীর্ঘদিন ধরে নজরদারীতে রাখার পর আজ তাকে গ্রেফতার করে।

উল্লেখ্য, বোমা হামলার পর খাগড়াছড়ি থানায় একটি মামলায়ে জেএমবির ৯ সদস্যের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড হয়। এরমধ্যে ৮ জন আগেই জেলখানায় বন্দি ছিল এবং বেল্লাল পলাতক ছিল।

Exit mobile version