Site icon Jamuna Television

হত্যার ১৩ বছর পর ফাঁসির আসামি গ্রেফতার

বরগুনার পাথরঘাটায় চাঞ্চল্যকর তাজেনুর হত্যা মামলার মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি খলিলুর রহমানকে (৫৫) বরগুনা জেলা পুলিশ ও পাথরঘাটা থানা পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে।

সোমবার দিবাগত রাত চারটার দিকে বরগুনার সদর উপজেলার বদরখালী ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়। বিকেলে খলিলকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃত খলিল পাথরঘাটা উপজলার চরদুয়ানী ইউনিয়নের তাফালবাড়ীয়া এলাকার মৃত আব্দুল করিমের ছেলে ও নিহত তাজেনুরের স্বামী।

পাথরঘাটা থানা ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন জানান, চাঞ্চল্যকর তাজেনুর হত্যা মামলায় ২০১৪ সালে তিন জনের মৃত্যুদণ্ডাদেশ দেয় আদালত। এই মামলার মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি খলিলকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Exit mobile version