Site icon Jamuna Television

আতিকুল যখন চা বিক্রেতা (ভিডিওসহ)

নির্বাচনীর প্রচারণায় গিয়ে ভোটারদের দৃষ্টি আকর্ষণে প্রার্থীরা কতকিছুই না করে থাকেন। তবে, মেয়র প্রার্থী যখন চা বিক্রেতার ভূমিকায় অবতীর্ণ হয়ে ভোটারদের চা বানিয়ে খাওয়ান সেটি বাড়তি আগ্রহ তৈরি করাই স্বাভাবিক। তেমনটিই করেছেন ঢাকা উত্তর সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম।

সোমবার বিকেলে রাজধানী রামপুরা, আফতাবনগর এলাকায় প্রচারণা চালাচ্ছিলেন আতিকুল ইসলাম। হঠাৎই একটি চা দোকানের সামনে গিয়ে কী মনে হলো, চা বানাতে বসে গেলেন তিনি। সবাই আগ্রহভরে মেয়র প্রার্থীর চা বানানো দেখতে লাগলেন। পর পর আট কাপ চা বানলেন তিনি। পান করালেন ভোটার ও কর্মীদের। সেটি পান করে মেয়র প্রার্থীর উচ্ছ্বসিত প্রশংসাও করলেন তারা।

চা দোকানদার ইয়াসিন জানালেন, ওনার মতো একজন সম্মানিত মানুষ আমার দোকানে বসে চা বানিয়েছে সেটি আমার জন্য গর্বের। আট কাপ চায়ের দাম হিসেবে উনি আটশ টাকা দিয়ে গেছেন।

Exit mobile version