Site icon Jamuna Television

সুন্দরবনের মাদার নদী থেকে ব্যক্তির লাশ উদ্ধার

শ্যামনগরের মাদার নদী থেকে নবাব আলী নামে এক ব্যক্তির ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৯টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের মাদার নদীর কোস্টগার্ড জেটির পাশ থেকে তার মৃতদেটি উদ্ধার করা হয়। সে একই উপজেলার পূর্ব কৈখালী গ্রামের মৃত মজিদের পুত্র।

স্থানীয়রা জানায়, নবাব আলী কৈখালী ফরেস্ট অফিসে (অস্থায়ী) বোডম্যান হিসেবে কর্মরত ছিল। সোমবার রাতে কৈখালী কোস্টগার্ড পল্টনের পাশে একটি ভাসমান লাশ দেখে শ্যামনগর থানায় খবর দেয়া হলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে নবাব আলীর জামাই নজরুল জানান, রবিবার রাত ১০ টার দিকে কেউ আমার শশুরকে মোবাইলে ফোন করে ডেকে নিয়ে যায়। এরপর থেকে নিঁখোজ ছিলেন তিনি।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। তদন্ত শেষে বিস্তারিত বলতে পারব।

Exit mobile version