Site icon Jamuna Television

কৃষি মার্কেটে অভিযান, ২ টন পেঁয়াজ জব্দ

রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাধের সাদেক খান কৃষি মার্কেটে অভিযান চালিয়ে টিসিবির ২ টন পেঁয়াজ জব্দ করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। এঘটনায় আটক দু’জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, গতরাতে গোপন খবর পেয়ে, টিসিবির পেঁয়াজসহ দুই ব্যবসায়ীকে আটক করা হয়। পেঁয়াজগুলো ন্যায্যমূল্যে সচিবালয় এলাকায় বিক্রির কথা ছিলো। কিন্তু টিসিবির ডিলারের সাথে যোগসাজশ করে খোলাবাজারে বিক্রি করা হচ্ছিল। এই কাজে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

Exit mobile version