Site icon Jamuna Television

সালমারা ভারত যাচ্ছেন আজ

মেয়েদের চার দলের টি ২০ টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল ভারত যাচ্ছে আজ। বিহারের পাটনায় সিরিজে বাংলাদেশ নারী দল ছাড়াও অংশ নেবে ভারতের নারী-এ ও বি দল এবং থাইল্যান্ড জাতীয় নারী ক্রিকেট দল। ১৬ জানুয়ারি সিরিজের প্রথমদিন সালমা-জাহানারাদের প্রথম প্রতিপক্ষ ভারতের নারী-এ দল। ফাইনাল ২২ জানুয়ারি।

বাংলাদেশ নারী দল

সালমা খাতুন (অধিনায়ক), আয়েশা রহমান, মুরশিদা খাতুন, সানজিদা ইসলাম, নিগার সুলতানা জ্যোতি (উইকেটকিপার), ফারজানা হক পিংকি, লতা মণ্ডল, রিতু মনি, শায়লা শারমিন, শামীমা সুলতানা (উইকেটকিপার), ফাহিমা খাতুন, জাহানারা আলম, নাহিদা আক্তার, খাদিজাতুল কুবরা, পান্না ঘোষ, সুরাইয়া আজমিম, রাবেয়া ও সোবাহানা মোস্তারি।

Exit mobile version