Site icon Jamuna Television

আমি একজন বিশ্বাসী মুসলিম: শাওন

অভিনেত্রী মেহের আফরোজ শাওন গান নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি একজন বিশ্বাসী মুসলিম হিসেবে গান পছন্দ করেন জানান। গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যেম ফেসবুকে দেয়া স্ট্যাটাসটি পাঠকের জন্য হুবহু তুলে ধরা হলো-

আমি একজন বিশ্বাসী মুসলিম।
অনেক কিছুতে নিয়মিত না হলেও পরম করুনাময় আল্লাহর অস্তিত্বে, আশ্বাসে এবং বিচারে মনে প্রানে বিশ্বাস করি।
কিন্তু আমি যে গান শুনি! গান গাই!! গান ভালোবাসি!!!
“এই সুন্দর ফুল, সুন্দর ফল মিঠা নদীর পানি! খোদা তোমার মেহেরবানী।”— এ গান যে আমার বড্ড প্রিয়…
এ গান কি বিশ্বাসীদের জন্য হারাম! তবে কি আমি ভুল!!!
আর “বরিষ ধরা মাঝে শান্তির বারি”— এযে রবি ঠাকুরের গান!!! প্রিয় বললে কি আমার অন্যায় হবে!
জানিনা।
হে পরম করুনাময় আল্লাহ— তবে তোমার রিমান্ডেই আমাকে নেয়া হোক। এই মানবজাতির রিমান্ডে আমার যে বড্ড ভয়…
#শরীয়ত_বয়াতী_শক্ত_থাকুক
#ধর্ম_আমাদের_দুর্বলতা_নয়_শক্তি_হোক

Exit mobile version