Site icon Jamuna Television

পোস্টার লাগাতে বাধা ও ছিঁড়ে ফেলা হচ্ছে: ইশরাক

বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীর পোস্টার লাগাতে বাধা দেয়া হচ্ছে, এমনকি কোথাও কোথাও লাগানো পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন।

রাজধানীর সবুজবাগ থেকে প্রচারণা শুরু করেন তিনি। এসময় ইশরাক হোসেন বলেন, প্রচারণায় নেতাকর্মীদেরও বাধা ও হুমকি দেয়া হচ্ছে। হামলার ঘটনায় ভয় না পেয়ে মাঠে থাকার আহ্বান জানিয়ে ইশরাক হোসেন বলেন, নির্বাচনে বিজয় বিএনপিরই হবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়ার মুক্তির জন্য ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান ইশরাক হোসেন। তিনি বলেন, মেয়র নির্বাচিত হলে নুতন ওয়ার্ডে উন্নয়নে বেশি জোর দেয়া হবে।

Exit mobile version