Site icon Jamuna Television

বিজয়ী হলে ২৪ ঘণ্টা জনগণের সেবায় নিবেদিত থাকবো: তাপস

বিজয়ী হলে ২৪ ঘণ্টা জনগণের সেবায় নিবেদিত থাকবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন দক্ষিণ সিটির আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস।

সকালে কামরাঙ্গীর চর এলাকায় নির্বাচনী প্রচারণায় গিয়ে এই প্রতিশ্রুতি দেন। এসময় তিনি কামরাঙ্গীর চরকে আধুনিক ঢাকায় পরিনত করারও প্রতিশ্রুতিও দেন।

তিনি বলেন, প্রাণের ঢাকাকে উন্নত করতে প্রাণপন চেষ্টা করবো। এসময় তিনি নির্বাচনী প্রচারণায় নির্বাচনী আচরণবিধি মেনে চলছি বলেও জানান।

Exit mobile version