Site icon Jamuna Television

তেলের বাজার স্থিতিশীল রাখতে ব্যবস্থা নেয়া হবে: সৌদি জ্বালানি মন্ত্রী

ইরান-মার্কিন উত্তেজনার মধ্যে তেলের বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সৌদি আরব। সোমবার একথা জানিয়েছেন দেশটির জ্বালানি মন্ত্রী রাজপুত্র আব্দুল আজিজ বিন সালমান।

আজিজ বিন সালমান বলেন, ওপেক এ বিষয়ে কি সিদ্ধান্ত নেবে তা এখনই বলা সম্ভব নয়। সংগঠনটির ওপর নির্ভর না করে সরবরাহ স্বাভাবিক রাখতে ভূমিকা নেবে সৌদি। জ্বালানিখাতের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রকে অন্যতম মিত্র বলেও উল্লেখ করেন তিনি।

ইরানি কমাণ্ডার কাসেম সোলেমানিকে হত্যার জেরে গেল বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত ওয়াশিংটন-তেহরান সম্পর্ক। যার প্রভাব পড়েছে মধ্যপ্রাচ্যের তেলের বাজারে। শুরুতে অস্থিরতা তৈরি হলেও গেল দু’দিন ধরে বিশ্ববাজারে স্থিতিশীল ছিল তেলের দাম।

Exit mobile version