Site icon Jamuna Television

রাতের বেলা ব্যালট ভর্তির ব্যাপারে ব্যবস্থা নিতে ইসির প্রতি আহ্বান মিলনের

রাতের বেলা ব্যালট যেন ভরা না হয় এবিষয়ে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণের জাতীয় পার্টির মেয়র প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর কাকরাইলে নির্বাচনী প্রচারণায় এ আহবান জানান তিনি। গত নির্বাচনে ভোটকেন্দ্রে ভোটার ছিল না, এবারও যদি রাতের বেলা ভোট হয় তাহলে কেন্দ্রে লোক যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

ইসি ও প্রধানমন্ত্রীর সুষ্ঠু নির্বাচনে দেয়া আশ্বাসের প্রতি বিশ্বাস রাখতে চাই বলেও জানান মিলন। এ সরকারের আমলে ভোট উৎসব দেশ থেকে বিদায় নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি জানান সুষ্ঠু ভোট হলে জিতবেন তিনি। জানান শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকবেন তিনি।

Exit mobile version