Site icon Jamuna Television

সাংবাদিক-মানবাধিকারকর্মীসহ ইউক্রেনের ৭৪ নাগরিকের মুক্তি

প্রায় তিন বছর ধরে বন্দী থাকার পর মুক্তি মিললো সাংবাদিক-মানবাধিকাকর্মীসহ অন্তত ৭৪ ইউক্রেন নাগরিকের। সরকারের সাথে চুক্তির ফলে বন্দীদের ছেড়ে দেয় রুশপন্থী বিদ্রোহীরা।

বিনিময়ে অবশ্য ইউক্রেনের কারাগারে আটক ৩শ’ রুশপন্থি বিদ্রোহীকে মুক্তি দিয়েছে ইউক্রেন সরকার। তিন বছর আগে দেশটির পূর্বাঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ার পর, এই প্রথম বড় ধরনের বন্দী বিনিময়ে সম্মত হলো দুই পক্ষ। পূর্ব দোনেৎস্কের হরলিভকা শহরে এ বিনিময় সম্পন্ন হয়। বন্দী বিনিময়ে ২০১৫ সালে ফ্রান্স এবং জার্মানির মধ্যস্থতায় মিনস্ক চুক্তি সই করেছিল ইউক্রেন এবং রাশিয়া।

যমুনা অনলাইন/এইচকেএফ

Exit mobile version