Site icon Jamuna Television

তীব্র শীত ও তুষারধসে পাকিস্তান-আফগানিস্তানে ১৩৩ জনের মৃত্যু

তীব্র শীত ও তুষারধসে পাকিস্তান-আফগানিস্তানে প্রাণ গেছে কমপক্ষে ১৩৩ জনের। রোববার থেকে শুধু পাকিস্তানেই মারা গেছে ৮২ জন।

ইসলামাবাদ জানিয়েছে, গেল ২৪ ঘণ্টায় আজাদ কাশ্মিরে মৃতের সংখ্যা ৬২। জারি করা হয়েছে জরুরি অবস্থা। নিলাম উপত্যকা ও এর আশপাশের এলাকায় তুষারধসের পর জীবিত উদ্ধার করা হয়েছে ৫৩ জনকে। জরুরি উদ্ধারকাজ ও ত্রাণ সরবরাহে সেনাবাহিনীসহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। আর বেলুচিস্তানে মারা গেছে আরও ২০ জন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রতিবেশি আফগানিস্তানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। রাজধানী কাবুলে তাপমাত্রার পারদ নেমেছে মাইনাস ১৫ ডিগ্রি সেলসিয়াসে।

Exit mobile version