Site icon Jamuna Television

ইন্সটাগ্রামে স্লো-মোশন

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মালিকানাধীন ছবি শেয়ারের ফ্ল্যাটফর্ম ইন্সটাগ্রাম ব্যবহারকারীদের জন্য স্লো মোশন, ইকো এবং ডুও নামে নতুন তিনটি ফিচার নিয়ে এসেছে। এই নতুন ফিল্টারগুলো ছাড়াও ইন্সটাগ্রাম ব্যবহারকারীরা তাদের বুমেরাং স্টোরিগুলোর দৈর্ঘ্য ছোট করতে পারবে। ইন্সটাগ্রাম স্টোরি ক্যামেরায় গিয়ে সেখানে বুমেরাংয়ে ঢুকলে এই নতুন ফিচারগুলো ব্যবহার করা যাবে। স্লো মোশনের মাধ্যমে ভিডিওগুলোর স্পিড কমিয়ে অর্ধেক করা যায়।

ইকো দিয়ে ইনস্টাগ্রামে কোনো বুমেরাং ভিডিওতে দ্বৈত দৃষ্টি প্রভাব তৈরি করতে সহায়তা করে। ডুও ফিচারটি ভিডিওর গতি বাড়ানো এবং কমাতে পারবে ব্যবহারকারীরা। সঙ্গে টেক্সচারও অ্যাড করা যায়।

যেভাবে বুমেরাং ব্যবহার করবেন : ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে লগ ইন করে ইন্সটাগ্রাম স্টোরি ক্যামেরাতে ক্লিক করতে হবে। এর পর ডানদিকে সোয়াইপ করে বুমেরাংয়ে যেতে হবে। এবার শাটার বোতামে ক্লিক করে বুমেরাং ভিডিও রেকর্ড করলে সেখান থেকেই এই ফিল্টারগুলো ব্যবহার করা যাবে।

Exit mobile version