Site icon Jamuna Television

মহেশপুর সীমান্তে ভারতীয় নাগরিক আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশকালে একজন ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। আজ ভোর রাতে উপজেলার জুলুলী সীমান্তের মাটিলা থেকে তাকে আটক করা হয়। সে ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা থানার কুলিয়া গ্রামের সুশান্ত কুমারের ছেলে মঞ্জয় কুমার।

খালিশপুর ৫৮ ব্যাটালিয়ানের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন জানান, আজ ভোর রাতে জলুলী সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের দায়ে একজন ভারতীয় নাগরিককে আটক করা হয়। আটককৃত ভারতীয় নাগরিককে জিজ্ঞাসাবাদে জানতে পারে সে বাংলাদেশে আত্মীয়ের বাড়ি বেড়ানোর জন্য বাংলাদেশে আসে। তাকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

Exit mobile version