Site icon Jamuna Television

কাভার্ড ভ্যানের চাপায় পোশাক শ্রমিকের মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ড ভ্যান চাপায় পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে । সকাল নয়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়ক অতিক্রম করার সময় একটি কাভার্ড ভ্যান চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

নিহত আনসার আলী পল্লীবিদ্যুৎ এলাকায় ইন্টার স্টপ অ্যাপারেলস লিমিটেড কারখানায় ইটিপি ইনসার্চ হিসেবে চাকরি করেন। আজ সকালে বাসা থেকে কারখানায় যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন তিনি।

কোনাবাড়ী হাইওয়ে থানার ওসি মজিবুর রহমান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Exit mobile version