Site icon Jamuna Television

পাকিস্তানে খেলতে যাওয়া বিসিবির কূটনৈতিক পরাজয় নয়: পাপন

পাকিস্তানে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাওয়া বিসিবির কূটনৈতিক পরাজয় নয় বলে জানিয়েছেন ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। একই সাথে তিনি মনে করিয়ে দেন বাংলাদেশের চাওয়ার মতই সূচি হয়েছে এই সিরিজে।

আইসিসি’র সভা শেষে দেশে ফিরে এসব কথা জানান বিসিবি প্রেসিডেন্ট।

সভায় আরো বেশ কিছু বিষয়ে আলোচনা হয়। তবে বাংলাদেশ প্রথমে একবার খেলে এসে তারপর পরিস্থিতি বিবেচনা করে পরের সিরিজগুলো খেলতে যাবে বলে জানান তিনি। আলোচনা হলেও, এশিয়া কাপ নিয়ে এখনো হয়নি কোন চূড়ান্ত সিদ্ধান্ত।

Exit mobile version