Site icon Jamuna Television

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার বেন স্টোকস

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। ২০১৯ সালের বর্ষসেরা হিসেবে তাকে সম্মানসূচক স্যার গারফিল্ড সোবার্স পুরস্কার দেয়া হয়েছে। বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা।

গেল ১২ মাসে অনবদ্য নৈপুণ্য প্রদর্শন করেছেন স্টোকস। প্রথমবারের মতো ইংল্যান্ডকে ওয়ানডে বিশ্বকাপ শিরোপা জেতাতে অগ্রণী ভূমিকা রাখেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে অবিশ্বাস্য হেডিংলি টেস্ট জিতিয়ে দলকে ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজ ড্র করতে বড় অবদান রাখেন বিগ বেন। এ ছাড়া সারা বছরই ২২ গজে দুর্দান্ত ছিলেন স্টোকস।

নিউজিল্যান্ডের বিপক্ষে শ্বাসরুদ্ধকর বিশ্বকাপের ফাইনালে খেলেন ৮৪ রানের বীরোচিত ইনিংস। ২০ ওয়ানডেতে ৭১৯ রান ও ১২ উইকেট নেন তিনি। পাশাপাশি ১১ টেস্টে ৮২১ রান ও ২২ উইকেট শিকার করেন ইংলিশ এ অলরাউন্ডার। এর মধ্যে, অ্যাশেজে খেলেন ১৩৫ রানের মহাকাব্যিক ইনিংস।

সার্বিক বিচারে স্টোকসকে বর্ষসেরার সম্মানে ভূষিত করেছে আইসিসি। এ জন্য তিনি লাভ করেছেন মর্যাদাকর গ্যারফিল্ড সোবার্স ট্রফি।

২০১৯ সালে বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হয়েছেন ভারতের রোহিত শর্মা। বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া)। আর বর্ষসেরা টি-টোয়েন্টি খেলোয়াড় হয়েছেন ভারতের পেসার দীপক চাহার।

Exit mobile version