Site icon Jamuna Television

আবারও বাংলা ছবিতে বিদ্যা বালান

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান আবারও বাংলা ছবিতে অভিনয় করতে যাচ্ছেন।

পরিচালক গৌতম হালদারের ‘ভালো থেকো’ ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে তার অভিষেক হলেও জীবনের প্রথম ছবিটা করেছিলেন বাংলাতে। বাংলার প্রতি ভালোবাসা ও টান রয়েছে বিদ্যার। বিভিন্ন সাক্ষাৎকারে এ কথা অনেকবারই বলেছেন বিদ্যা। তিনি রবীন্দ্রনাথের কবিতা ও গান পছন্দ করেন ভীষণ।

পরিচালক প্রদীপ সরকারের ছবি ‘পরিণীতা’ বিদ্যাকে বলিউডে এনে দেয় নতুন পরিচিতি। তার পর আর তাকে পেছনে তাকাতে হয়নি। আর তাই আবারও বাংলা ছবিতে অভিনয় করতে চলেছেন বিদ্যা। ছবিটি পরিচালনা করবেন শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়।

শৈবাল-লীনার এই ছবির গল্প একেবারে সাম্প্রতিক। অনেক মেয়েই নিজের কিংবা পরিবারের পছন্দে বিদেশে চাকরি করেন- এমন পাত্রকে বিয়ে করেন। বিয়ের পর বিদেশে গিয়ে তারা অনেক সময় নিপীড়ন ও অত্যাচারিত হন। এ ধরনের একটি গল্প ছবিতে ফুটিয়ে তোলা হবে।

সব ঠিক থাকলে এ বছরের মাঝামাঝি বা শেষের দিকে শুরু হবে ছবির শুটিং।

সূত্র: নিউজএইটটিন

Exit mobile version