Site icon Jamuna Television

কলারোয়ার উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি
একাধিক ওয়ারেন্ট মামলার আসামি, জমি দখল, চাঁদাবাজি ও অবৈধভাবে বিপুল পরিমান সম্পদ অর্জনের অভিযোগে সাতক্ষীরার উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে পৌরসভার তুলশিডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

কলারোয়া থানার ওসি (তদন্ত) রাজীব হোসেন জানান, শাহাজাদার বিরুদ্ধে দুইটি সি,আর ও একটি জি,আর মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

তিনি আরও বলেন, অভিযানকালে শাহাজাদার বাড়ি থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১৪টি কাগজপত্র বিহীন মোটরসাইকেল, কিছু ননজুডিশিয়াল ষ্ট্যাম্প ও বিভিন্ন ব্যাংকের চেক বই উদ্ধার করা হয়েছে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গিয়াস বলেন, যুবলীগ নেতা ও কলারোয়া উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাজাদার বিরুদ্ধে একাধিক ওয়ারেন্ট ছাড়াও জমি দখল, চাঁদাবাজি ও অবৈধভাবে বিপুল পরিমান সম্পদ অর্জনের একাধিক অভিযোগ রয়েছে।

Exit mobile version