Site icon Jamuna Television

‘পিইসিতে পরীক্ষার্থীদের বহিষ্কারের সুযোগ নেই’

পিইসি পরীক্ষায় এখন থেকে পরীক্ষার্থীদের বহিষ্কারের সুযোগ নেই। নীতিমালা পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদ।

হাইকোর্টে হাজিরা শেষে আজ সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এর আগে পিইসিতে বহিষ্কৃত শিক্ষার্থীদের ২৮ ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নেয়ার নির্দেশ দেন আদালত। পাশাপাশি প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে তলব করেন হাইকোর্ট। পরীক্ষা গ্রহণ করায় মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান আদালত। পাশাপাশি এ সংক্রান্ত রুলের নিষ্পত্তি করা হয়েছে।

Exit mobile version