Site icon Jamuna Television

মিন্নির জামিন বাতিল আবেদনের শুনানি পিছিয়েছে

বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকী মিন্নির জামিন বাতিল আবেদনের আদেশের শুনানি পিছিয়েছে।

দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে জামিন বাতিল না করার কারণ দর্শনানোর নোটিশের জবাব দাখিল করেন মিন্নির আইনজীবী। পরে ২৬ জানুয়ারি সেই নোটিশের জবাবের শুনানির দিন ধার্য করেন আদালত।

এদিকে, রিফাত হত্যা মামলায় আজ মঞ্জুরুল, জাকারিয়া ও আনোয়ারের সাক্ষ্য নেয়া হয়েছে। এ নিয়ে আলোচিত এই মামলায় প্রাপ্তবয়স্ক আসামিদের বিরুদ্ধে দশ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হলো।

Exit mobile version