Site icon Jamuna Television

ময়মনসিংহে স্ত্রী-সন্তানকে শ্বাসরোধ করে হত্যা

ময়মনসিংহ ব্যুরো:

ময়মনসিংহে পারিবারিক কলহের জের ধরে শফিকুল ইসলাম শাহিন (৪৮) নামের একব্যক্তি তার স্ত্রী রুমা আক্তার (৩৮) ও মেয়ে নাফিয়া আক্তারকে (১২) শ্বাসরোধ করে হত্যা করেছে। এসময় বড় মেয়ে দেখে ফেলায় তাকেও হত্যার চেষ্টা করে বাবা।

বুধবার সন্ধ্যায় সদরের খাগডহর এলাকার ফকিরবাড়িতে এ ঘটনা ঘটে। আহত বড় মেয়ে লাবণ্যকে (২০) ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি মমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কি কারণে এ হত্যাকাণ্ড, তা জানা যায়নি। তবে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পালিয়েছে। তাকে গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে।

Exit mobile version