Site icon Jamuna Television

ইরানের দুইটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে ইউক্রেনের বিমানে

একটি নয়, ইরানের দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে ইউক্রেনের বিমানে। মাত্র ৩০ সেকেন্ডের ব্যবধানে আঘাত হানা দুই ক্ষেপণাস্ত্রের আঘাতেই ভূপাতিত হয় ১৭৬ আরোহীবাহী বিমানটি।

নতুন প্রকাশিত ভিডিওতে দেখা গেছে এ দৃশ্য, নিউইয়র্ক টাইমস নিশ্চিত করেছে এর সত্যতা।

ভিডিওতে দেখা যায়, প্রথম ক্ষেপণাস্ত্রের আঘাতে আগুন ধরে যায় ইউক্রেনের বোয়িং বিমানটিতে; বিকল হয় রেডিও সিগনাল ডিভাইস- ট্রান্সপন্ডার। এ অবস্থায় তেহরান বিমানবন্দরে ফেরার চেষ্টা করেন পাইলট। কিন্তু দ্বিতীয় মিসাইলে ব্যর্থ হয় সে চেষ্টা। কয়েক মিনিট টিকে থাকার পর ভূমিতে সজোরে আছড়ে পড়ে বিস্ফোরিত হয় বিমানটি। এরইমাঝে, ভিডিও প্রকাশকারীকে আটক করেছে ইরানি নিরাপত্তা বাহিনী।

Exit mobile version