Site icon Jamuna Television

শিশুকে মারধরের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

নাটোরের সিংড়ায় এক শিশুকে মারধরের মামলায় চৌগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক আরাফাত হোসেন রনিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৯টার দিকে চৌগ্রাম বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী জানান, প্রায় দুই থেকে আড়াই মাস আগে চৌগ্রাম এলাকায় মুকুল হোসেনের ৯ বছর বয়সী ছেলে মোহন পথে হেঁটে যাওয়ার সময় স্থানীয় ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক আরাফাত হোসেন রনির সাথে ধাক্কা লাগে। এসময় রনি তাকে সালাম না দেয়া এবং পথ না দেখে চলার জন্য মারধর করে ও কান ধরে উঠবস করায়। পরে তা কেউ একজন ভিডিও করে গত ২৭ নভেম্বরে ফেসবুকে ছড়িয়ে দেয়। বিষয়টি নিয়ে যমুনা অনলাইনে সংবাদ পরিবেশিত হলে তা উর্দ্ধতন কর্তৃপক্ষের নজরে আসে। পরে পুলিশ সুপার লিটন কুমার সাহা ছাত্রলীগ নেতা আরাফাত হোসেন রনিকে গ্রেফতারের নির্দেশ দেয়। তখন থেকেই পলাতক ছিল রনি। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৯টার দিকে চৌগ্রাম বাজার থেকে রনিকে গ্রেফতার করে পুলিশ।

Exit mobile version