Site icon Jamuna Television

শীতের দাপট কমছে

দ্বিতীয় দফায় শৈত্যপ্রবাহের পর কনকনে শীতের দাপট কমেছে মধ্য আর উত্তরাঞ্চলে। উত্তরের ঠাণ্ডা হাওয়ার কবলে গত কয়েকদিন ধরে দুর্ভোগ পোহাতে হয় ছিন্নমূল মানুষকে।

শীত সহনীয় হয়ে আসলেও ঘন কুয়াশার রাজত্ব বেড়েছে। দৃষ্টিসীমা কমে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। মধ্যরাত থেকে ঘন কুয়াশা বাড়ে রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুরসহ পদ্মা তীরবর্তী জেলাগুলোয়।

কুয়াশার কারণে গতকাল রাত ১১টা থেকে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শিমুলিয়া-কাঁঠালবাড়ি, পাটুরিয়া-দৌলতদিয়া রুটে নৌযান চলাচল ব্যাহত হচ্ছে।

Exit mobile version