Site icon Jamuna Television

কাজী নজরুল ইসলামের পুত্রবধূ উমার মৃত্যু

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বড় ছেলে কাজী সব্যসাচীর স্ত্রী উমা কাজী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার রাত সাড়ে ৮টায় ঢাকার বনানীর বাড়িতে তার মৃত্যু হয় বলে তার মেয়ে খিলখিল কাজী জানিয়েছেন।

উমা কাজীর বয়স হয়েছিল ৮০ বছর। বার্ধক্যজনিত নানা জটিলতার সঙ্গে হৃদযন্ত্রের সমস্যা নিয়ে তিনি বেশ কিছু দিন হাসপাতালে ছিলেন।

খিলখিল কাজী জানান, বৃহস্পতিবার জোহরের নামাজের পর জানাজা শেষে বনানী কবরস্থানে তার মাকে দাফন করা হবে।

তিনি আরও জানান, তার বোন মিষ্টি কাজী কলকাতায়। সে ফিরলে আগামীকাল বাদ জোহর বনানীতে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে।

কাজী সব্যসাচী মারা যান ১৯৭৯ সালে। তারপর তার পরিবার স্থায়ীভাবে ঢাকার বনানীতে থাকতে শুরু করেন।

Exit mobile version