Site icon Jamuna Television

উলভারহ্যাম্পটনকে ১-০ গোলে হারিয়েছে ম্যান ইউ

উলভারহ্যাম্পটনকে হারিয়ে আসরের পরের পর্ব নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে হুয়ান মাতার গোলে ১-০ ব্যবধানে জয় পেয়েছে রেড ডেভিলসরা।

ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারতো ম্যানচেস্টার ইউনাইটেড। তরুণ ফরোয়ার্ড ড্যানিয়েল জেমসকে রুখে দেন উলভস গোলরক্ষক জন রুডি। ম্যাচের ১০ মিনিটে পেদ্রো নেতোর গোল বাতিল হলে লিড নেয়া হয়নি উলভসের। ভিএআর এর সহায়তায় হ্যান্ডবলের বাঁশি বাজান রেফারি।

২৮ মিনিটে হুয়ান মাতার শট প্রতিহত করেন গোলরক্ষক জন রুডি। তবে শেষ রক্ষা হয়নি উলভসের। ৬৭ মিনিটে অ্যান্থনি মার্শিয়ালের পাস থেকে দারুণ ফিনিশিং হুয়ান মাতার। ১-০ গোলের জয়ে পরের পর্ব নিশ্চিত করে ওলে গানার শিষ্যরা। এর আগে দু’দলের প্রথম লড়াই গোলশূন্য ড্র হয়।

Exit mobile version