Site icon Jamuna Television

দাবানলে বিপর্যস্ত অস্ট্রেলিয়ায় এবার বন্যার সতর্কতা জারি

চার মাসের দাবানলে বিপর্যস্ত অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে শুরু হয়েছে ভারী বৃষ্টি ও ঝড়। বৃহস্পতিবার বন্যা সতর্কতা জারি করেছে প্রশাসন।

আরও চার-পাঁচদিন বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। এ অবস্থায় আগুন নেভা বা কমার আশা জাগলেও, বজ্রপাতের কারণে কোথাও কোথাও নতুন করে আগুন লাগতে পারে বলেও রয়েছে শঙ্কা।

সেপ্টেম্বর থেকে শুরু হওয়া রেকর্ড দাবানলে দেশটিতে প্রাণ গেছে কমপক্ষে ২৯ জন মানুষের। ছাই হয়েছে এক কোটি একরের বেশি এলাকা। নিউ সাউথ ওয়েলস আর ভিক্টোরিয়ার শতাধিক এলাকায় জ্বলছে আগুন।

Exit mobile version