Site icon Jamuna Television

ডাক্তারের সামনেই ৬-তলা থেকে ঝাঁপ দিলেন রোগী

চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের সামনেই হাসপাতালের ছয়তলা থেকে ঝাঁপ দিয়েছেন এক রোগী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। বুধবার সকালে কলকাতা মেডিকেল কলেজের নিউ ইমারজেন্সি বিল্ডিংয়ে এ ঘটনা ঘটে।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ওই ভবনের ছয় তলায় স্নায়ুরোগ বিভাগ। মঙ্গলবারই অটো ইমিউন এনসেফেলাইটিস-এ আক্রান্ত হয়ে ওই বিভাগে ভর্তি হন রিয়াজুদ্দিন মণ্ডল নামের এক যুবক। বুধবার বেলা ১১টার দিকে চিকিৎসক ওই ওয়ার্ডে রাউন্ডে থাকাকালীনই অস্বাভাবিক আচরণ শুরু করেন ওই যুবক। হঠাৎ জানালার কাছে গিয়ে ঝাঁপ দেন তিনি। জানালায় কোনো গ্রিল ছিল না।

ডাক্তাররা জানান, রোগীটিতে সঙ্গে সঙ্গে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে তিনি মারা যান।

এদিকে, হাসপাতালের জানালায় গ্রিল না থাকার বিষয়টি নিয়ে সমালোচনা হচ্ছে। এ ঘটনায় টনক নড়েছে কর্তৃপক্ষের। জরুরি ভিত্তিতে ওই জানালায় গ্রিল বসানোর উদ্যোগ নিয়েছে তারা। কীভাবে হাসপাতালের কর্মীদের সামনে এ ঘটনা ঘটলো সেটি নিয়েও প্রশ্ন উঠছে।

Exit mobile version